ক্রিকেট

 

তামিমকে ছাড়াই হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল

 


টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্তই করে ফেলেছিলেন নির্বাচকেরা। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষেই ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল সেটি। কিন্তু তার আগেই যে তামিম ইকবাল ঘোষণা দিয়ে দিয়েছেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না!


তামিমের এই ঘোষণার পর আজ আর ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। তামিমের খালি জায়গায় অন্য কাউকে নিয়েই এখন ঘোষণা করা হবে সেটি।





মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসানও নিশ্চিত করেছেন, তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাঁকে ছাড়াই হবে অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।


চোটের কারণে তামিম অনেক দিন ধরে টি-টোয়েন্টি খেলছে না। নিউজিল্যান্ড সিরিজের পর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি। নিউজিল্যান্ড সিরিজেও খেলছে না। তা ছাড়া দল যখন ভালো খেলতে থাকে, অনেকে তাতে পরিবর্তন চায় না। তামিমও মনে করেছে, ও দলে থাকলে অন্যদের প্রতি অবিচার করা হবে। আর ও খেললেও খেলতে হতো চোট থেকে সরাসরি ফিরে’ - বলেছেন নাজমুল।


বিশ্বকাপে তামিমকে পাওয়া না গেলেও বিসিবি সভাপতির চোখে তামিমই দেশের ১ নম্বর ওপেনার। সঙ্গে জানিয়েছেন, তাঁর চোখে অন্য দেশসেরাদের নামও, ‘আমার চোখে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেরা অধিনায়ক মশরাফি বিন মুর্তজা ও আমাদের দেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।


চোটের কারণে টি-টোয়েন্টি ও টেস্ট না খেললেও সর্বশেষ জিম্বাবুয় সফরেও ওয়ানডে খেলেছেন তামিম ইকবাল। অনেকেরই প্রশ্ন, টি-টোয়েন্টি না খেললে অন্য সংস্করণে কীভাবে খেলেন তিনি?

নাজমুল হাসান দিয়েছেন সে ব্যাখ্যাও, ‘অধিনায়ক হওয়ায় সে ওয়ানডে খেলেছে ঝুঁকি নিয়ে। দেশের জন্য এ রকম ঝুঁকি নিয়ে তামিম আগেও খেলেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন